Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর "এক অবস্থানে সেবা" এ নিম্নোক্ত সমস্যা সমূহের সমাধান পাওয়া যাবে

 

০১.মিটার বেশী ঘুরলে।

০২. মিটার সকেট পুড়ে গেলে।

০৩. মিটার এর লীড সীল ভাঙ্গা থাকলে।

০৪. মিটারের ব্লু  সীল চুরি হয়ে গেলে।

০৫. বিদ্যুৎ বিল বেশী করা হলে।

০৬. মিটার ভাঙ্গা/হারিয়ে গেলে।

০৭. সার্ভিস এন্ট্রান্স তার জ্বলে গেলে।

০৮. লোড ছাড়াও মিটার ঘুরলে।

০৯. মিটারের ঘূর্ণন বন্ধ হয়ে গেলে।

১০. সংযোগ বিচ্ছিনকরণ/পুনঃসংযোগ গ্রহণ করতে আগ্রহী হলে।

১১. বকেয়ার পরিমাণ জানতে আগ্রহী হলে।

১২. মিটার পরীক্ষার ফলাফল পাওয়া না গেলে।

১৩. ওয়্যারিং পরিদর্শন না হলে।

১৪. জামানতের টাকা প্রদান সত্ত্বেও মিটার পাওয়া না গেলে।

১৫. বিল পাওয়া না গেলে।

১৬. সমীক্ষা ফী দেওয়া সত্ত্বেও সমীক্ষা না হলে।

১৭. ট্রান্সফরমার স্থাপন/অপসারণ করতে হলে।

১৮. মিটার পরীক্ষা করতে চাইলে।

১৯. গাছ-পালা কাটতে আগ্রহী হলে।

২০. ডুপ্লিকেট বিলের প্রয়োজন হলে।